তিনটি সামাজিক ব্যাধি নিয়ে ইত্যাদিতে তিন অভিনেত্রীর পরিবেশনা




চলচ্চিত্র ও টিভি নাটকের তিন অভিনেত্রী বাঁধন, সাবিলা নূর ও নাজিফা তুষিকে একসঙ্গে পাওয়া যাবে ঈদের বিশেষ ‘ইত্যাদি’তে। ঈদের পরদিন একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে।


অনুষ্ঠানটির নির্মাতাপ্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবারের আয়োজনে তিনটি সামাজিক ব্যাধি নিয়ে তিন অভিনেত্রীর সঙ্গে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শক অভিনয় করবেন।




ফাগুন অডিও ভিশনের ভাষ্যে, ‘কিছু সামাজিক ব্যাধি আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। এসব ব্যাধি দূর করতে সবার আগে আমাদের মানসিকতা পরিবর্তন ও বৈষম্য দূর করতে হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে ইত্যাদিতে প্রায়ই এসব অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য তুলে ধরা হয়।’


এবারের ইত্যাদি ধারণ করা হয়েছে মিরপুর ইনডোর স্টেডিয়ামে। এবারের আয়োজনে দেশাত্মবোধক গান গেয়েছেন সাবিনা ইয়াসমীন। আর এই গানে পর্দায় দেখা যাবে বাংলাদেশ নারী ফুটবল ও ক্রিকেট দলের খেলোয়াড়দের।


পাশাপাশি এবারের আয়োজনে ত্রিমাত্রিক নাচ পরিবেশন করেছেন নৃত্য জুটি শিবলী মহম্মদ ও শামীম আরা নিপা। তাঁদের সঙ্গে ছিলেন দেড় শতাধিক নৃত্য ও অভিনয়শিল্পী।


বরাবরের মতো ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url