আপনার ফোনের Android Version কিভাবে দখেবেন এবং কিভাবে Android Update দিবেন!
আসসালমুআলাইকুম! কেমন আসেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ব্লগ এর মাধ্যমে জানবো কিভাবে ফোনের Android Version দেখবেন। আর কিভাবে এটি বাড়াবেন বা আপডেট করবেন। আসেন নিচে থেকে পড়া শুরু করি!
বর্তমান যুগে বলতে এখন প্রায় সবার কাছে অ্যান্ড্রয়েড বা আইফোন আছে। তার মধ্যে আমরা বেশির ভাগই অ্যান্ড্রয়েড মোবইল ব্যাবহার করি। তার মানে কারণ, আইফোনের থেকে অ্যান্ড্রয়েড মোবাইলের দাম কম এবং ব্যাবহার করাও সহজ। আচ্ছা যায় হোক, আবার মূল কোথায় আসাজাক।
আমরা যেহেতু অ্যান্ড্রয়েড মোবাইলে ব্যাবহার করি, তাই শুধু ব্যাবহার করলেই হবেনা। এই মোবাইল আর সুরক্ষা কতটা তা জানা আমাদের খুব দরকার।
অ্যান্ড্রয়েড ভার্সন কিভাবে দেখবো?
অ্যান্ড্রয়েড ভার্সন দাখের জন্য প্রথমে আপনাকে মোবাইল ফোনের সেটিং এ যেতে হবে। সেটিং এ যাওয়ার পর আপনাকে একটু নিচের দিকে যেতে হবে। তার পর দেখতে পারবেন About Phone, সবার ক্ষেত্রে এটি থাকবে না। কারো Device, Realme Lab, Oppo Lab এইরকম থাকতে পারে। সেখানে ক্লিক করবেন।
তার পর নতুন উইন্ডো খুলবে। সেখানে একটি অপশন পাবেন Software Information নামে। একেক জনের জন্য একেক নামে থাকবে। সেখানে ক্লিক করবেন।
আরেকটি নতুন উইন্ডো খুলে যাবে। সেখানে দেখবেন Android Version নামে একটি টাইটেল দেখতে পারবে। তার নিচে ছোট করে লেখা থাকবে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন কত।
লেখা না থাকলে ওই অপশন এর ওপর একসাথে ৪ ক্লিক করবেন। হয়তো নতুন উইন্ডো ওপেন হবে। সেখানে ভালো করে দেখতে পারবেন, এবং একটি মজাদার গেম খেলতে পারবেন।
কিভাবে Android Version Update করবেন?
শুধু অ্যান্ড্রয়েড ভার্সন দখলে হবে না! এটি আপডেট ও করতে হয়। না হলে এর Security কমে যায়, এবং জ কেউ সহজে ফোনের অ্যাকসেস নিয়ে নেয়। যাকে এক কথায় হ্যা*ক বলা যায়।
তো কিভাবে করবেন:
সর্ব প্রথম ও অবশ্যই আপনাকে ইন্টারনেট সংযোগ লাগবে। এক্ষেত্রে আপনি Wi-Fi বা মোবাইল ডাটা ব্যাবহার করতে পারেন।
প্রথমে আপনার ফোনের সেটিং এ যান। তার পর স্ক্রোল করে নিচের দিকে যান। Software Update নামে অপশন পাবেন। প্রতি বারের মত সবার ক্ষেত্রে একই নাম হবে না, একটি ভালো করে খুঁজে নিবেন। সেখানে ক্লিক করুন, এবং তার পর একটি নতুন উইন্ডো ওপেন হবে।
এর পর দেখবেন তিনটি নতুন অপশন। সেগুলোর হলো:
১। Download and Update
২। Auto update
৩। Last update and Update history
Download and Install বা Check for update
এখানে ক্লিক করার আগে নয় তো পরে Mobile Data অথবা Wi-Fi কানেকশন লাগেবে। এবং কিছুক্ষন লোডিং হবে আর চেক করবে আপনার ফোনের জন্য কোনো আপডেট আছে নাকি। যদি থাকে তাহলে আপডেট এর বিস্তারিত এবং কি কি আপনার ফোনে যোগ হবে তা দেখবে সাথে নিচে "Download" অথবা "Update Now" বাটন দেওয়া থাকবে। সেখানে ক্লিক করে আপডেট কনর নিবেন। আপডেট দাওয়ার জন্য নির্দিষ্ট পরিমান এমবি বা জিবি (MB, GB) দাওয়া থাকবে। ওই পরিমাণ এর থেকে কিছু এমবি বেশি লাগবে। হয়তো ২০-৫০ এমবি বেশি লাগতে পারে। মূলত আপনার অ্যান্ড্রয়েড আপডেট করার জন্য এই অপশনটিতে যেতে হবে।
WiFi auto update বা Auto Update and Install
অটো আপডেট মানে হচ্ছে, যখন আপনার মোবাইল ফোনের জন্য অ্যান্ড্রয়েড আপডেট আসবে তখন ডাটা কানেকশন থাকলে অটোমেটিক আপডেট হতে থাকবে। এটি সাধারণত বেশির ভাগ ক্ষেত্রে Wi-Fi দিয়ে হয়। অনেক মোবাইল ফোনে ডাটা দিয়াও অটো আপডেট হয়। অটো আপডেট, এই অপশনটি আপনার ফোনে আগে থেকে অন করে থাকতে পারে আবার নাও থাকতে পারে। এই অপশনটি আপনি চাইলে অফ করেও রাখতে পারবেন।
আমার মতামত, অফ করে রাখা ভালো!
Last updated বা Update History
এই অপশন থেকে আপনি লাস্ট কবে আপডেট করেছেন তা দেখতে পারবেন। এটা এতটা কাজের না, তবে লাস্ট আপডেট এ আপনার মোবাইল ফোনে কি যোগ হইছে তা দেখতে পারবেন। এই অপশন টি আমার কাছে কাজের মনে হয়নি।
মোবাইল ফোন আপডেট করলে কি কি বেনিফিট পাবেন!
অনেকে মনে করেন যে মোবাইল ফোন আপডেট করলে মোবাইল স্লো হয়ে যায়, এই ধারণাটি সম্পূর্ণ ভুল। এই বিশ্বাস করে জন্য আপনাকে জানতে হবে মোবাইল ফোনে আপডেট আসে কোনো! এই বিষয় নিয়ে আমরা নিচে আলোচনা করবো। মোবাইল ফোন আপডেট করলে এর সুরক্ষা (Security) বারে। নতুন নতুন ফিচার পাবেন, যে গুলো আপনার ভালো লাগতে পরে নাও লাগতে পারে।
অ্যান্ড্রয়েড মোাইলে আপডেট আসে কেনো!
আমরা অ্যান্ড্রয়েড আপডেট সম্পর্কে বিস্তারিত ওপরে জনেছি। এখন জানবো আপডেট আসে কেনো? মূলত অ্যান্ড্রয়েড এর ডেভেলপার সবসময় অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করে। এটা শুধু অ্যান্ড্রয়েডএ না, সব কিছুতে আপডেট আসে এবং ডেভলপার রা আগে আপডেট এ যে ভুল থাকে তা ঠিক করার জন্য কাজ করে। বেশির ভাগ ক্ষেত্রে Bug Fix এবং সুরক্ষা জন্যই আসে।
অ্যান্ড্রয়েডের সুরক্ষা কি?
এক কথায় সুরক্ষা মানে আপনার ব্যাক্তিগত তথ্য গোপন রাখে। যাতে অন্য কেউ যেনো এইগুলো জানতে না পারে। অনেক গোপন বা ব্যাক্তিগত তথ্য আছে, যথা:- মোবাইল ব্যাংকিং, সোসিয়াল মিডিয়া, গুগল অ্যাকাউন্ট ইনফো এই রকম আরো অনেক কিছু আছে। যা আপনার একান্তই রাখা ভালো।
আমরা এখন ডিজিটাল বাংলাদেশে বাস করতেসি। এবং অনেক মোবাইল ব্যাংকিং সিস্টেম আছে। কেমন:- বিকাশ, রকেট, নগদ, উপায় এবং আরো অনেক অনলাইনে ব্যাংকিং করি আমরা মোবাইল দিয়ে। মোবাইল ফোনের সিকিউরিটি কম থাকলে হ্যা*কারা খুব সহজেই মোবাইল ফোনটি হ্যা*ক করে নেয়।
আপনার মোবাইল ফোনে একবার হ্যা* কার হ্যা* ক করে নিলে আপনার ফোনে সব অ্যাকসেস নিয়ে নিবে। তো আপনারা ব্যাংক এর অ্যাকসেস যে নিবানা তার কোনো ঠিক নাই। তবে সতর্ক থাকা ভালো।
Sei🖤