016 কি সিম? ০১৬ কোন সিম?
আসসালমুআলাইকুম! কমন আসেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা আজকে আমি আপনাদের জানাবো ০১৬ কি সিম, কোন কোম্পানি এবং কোন দেশের সিম।
০১৬ কি সিম - 016 কোন সিম?
016 হলো এয়ারটেল সিম। এই সিম এখন খুব জন প্রিয়। গ্রামীণ সিম বন্ধ হওয়ার পর এই সিম আরো জনপ্রিয় অর্জন করে। এর নেট স্প্রিড ও অন্য সিম এর থেকে বেশী। এর অফার গুলো কম টাকার হয়। এবং এমবি বা মিনিট দুইটাই বেশি থাকে।
016 কোন দেশের সিম - 016 kon desher sim
এটাও বাংলাদেশের সিম। কিন্তু এর কোম্পানি ইন্ডিয়া(ভারত) তেও আছে। তবে ভারত এর এয়ারটেল সিমের কোড ভিন্ন।
দরকারি কিছু ডায়াল কোড দেওয়া হলো।
1. *৭৭৮# ব্যালেন্স দেখার জন্য।
2. *৩# এমবি বা মিনিট প্যাক দেখার জন্য।
3. *২১২*৩০০# এমার্জেন্সি টাকা লোন।