কিভাবে APNs নাম যোগ করবো - how to add apns

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকেই মোবাইল ফোনের নেট স্প্রিড বাড়াতে চাই। আবার অনেকেই মনে করেন যে APNs যোগ করলে নাকি নেট স্প্রিড বেড়ে যায়। এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করবো।


কিভাবে APNs যোগ করবেন? Kibabe APNs add korbo

How to add Apns

APNs নাম যোগ করার জন্য আপনাকে প্রথমে আপনার ফোনের সেটিং অপশনে যেতে হবে। তার পর সেটিং থেকে নেটওর্য়াক সেটিং এ যেতে হবে। সবার ফোনে এই নাম নাও থাকতে পারে। সিম সেটিং ও থাকতে পারে, একটু কষ্ট করে খুঁজে নিবেন।


আচ্ছা! তারপর যাবেন হচ্ছে মোবাইল নেটওর্য়াক সেটিং এ। ওইখানে যাওয়ার পর একটু নিচের দিকে যাবে এবং দেখতে পারবেন "Access Point Names" নামে একটি অপশন। ওইখানে যাবে, একটু লোড নিবে তারপর সকল অপশন পাবেন।

লোড হওয়ার পর আপনি কোন সিম এ APNs যোগ করতে চান সেই সিম বেছে নিবেন। তারপর স্ক্রীন এর ওপরের কনারে তিনটি ডট দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে আরো কইয়েক টা অপশন পাবেন। সেখান থেকে "Add APNs" অপশনটিতে ক্লিক করবেন।

Add APNs এ ক্লিক করার পর আবার একটু লোড নিবে। লোড হওয়ার পর সব গুলো বা আপনার দরকারি গুলো তে লিখে দিবেন।

অবশ্যই মনে রাখবেন ভুল কিছু যোগ করলে আপনার নেটওর্য়াক থাকবেনা বা ডাটা চলবেনা।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url