কিভাবে ফোনের স্টোরেজ বাড়াবেন বা খালি করবেন!
আসসালমু-আলাইকুম! কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা জানবো কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের স্টোরেজ বাড়াবেন বা খালি করবেন। তো চলুন শুরু করা যাক!
স্টোরেজ কি?
স্টোরেজ আমাদের ফোন এর ক্ষেত্রে অনেক প্রয়োজন। শুধু মোবাইল ফোনের ক্ষেত্রে নয়, ডাটা সংরক্ষণ করার জন্য দরকার স্টোরেজ। আমাদের বিষয় ওইটা না, আমরা আজকে মোবাইল ফোনের স্টোরেজ বাড়ানো বা খালি করার উপায় জানবো।
কয়েকটি ধাপের মাধ্যমে বলা হলো।
ধাপ ১:
আমরা মোবাইল ফোন অনেক দরনের অ্যাপ ব্যাবহার করি। আবার অনেক অ্যাপ থাকে যে গুলো আমাদের কোনো দরকার হয় না, ডিলেট ও করা যায় না। সেই অ্যাপের সাইজ বা কত এমবি সেইটা কিন্তু স্টোরেজ এ থাকে। এই দরনের অ্যাপ গুলো ডিসেবল করে রাখবেন। কিভাবে করবেন টা নিচে বলা আছে।
কিভাবে অ্যাপ ডিসেবল করবেন
অ্যাপ ডিসেবল আপনি মোবাইলে সেটিং থেকেও করতে পারবেন আবার সিস্টেম ইউ-আই থেকেও করতে পারবেন। দুটো একই, কোনো সমস্যা নেই। আমি দুটোই দেখাবো, যেটা আপনার ভালো লাগবে সেই নিয়মে করবেন।
সেটিং থেকে কিভাবে করবেন?
প্রথমে মোবাইলের সেটিং এ যাবেন। পর সার্চ বারে সার্চ করবেন "Apps Setting" । সার্চ করে না পেলে একটু কষ্ট করে স্ক্রোল করে নিচে যাবেন। দেখেতে পাবেন "Apps Setting" নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। সব মোবাইলে একই নাম নাও থাকতে পারে। খুঁজে নিবেন।
নতুন পেজ খুলবেন এবং আপনার ফনের সকল অ্যাপস সেখানে পাবেন। আপনি যে অ্যাপ টা ডিসেবল করতেচান সেই অ্যাপ বাছাই করুন। এবং ক্লিক করুন। নিচে দেখতে পাবেন ডেসিবেল অপশন আছে, ক্লিক করবেন। ডিসেবল হয়ে যাবে।
System Ui থেকে কিভাবে করবেন?
সিস্টেম ইউ-আই হলো আমাদের ফোনের হোম স্ক্রীন। যেটা আমরা আনলক করলে দেখতে পাই। সেখানে অ্যাপস থাকে, সেই অ্যাপ গুলোতে long prees করুন। Apps info তে ক্লিক করুন, দেখবেন একই সেটিং পাবেন। তারপর ডিসেবল এ ক্লিক করলে ডিসেবল হবে। ডিসেবল করলে কিছুটা হলেও স্টোরেজ খালি হবে।
ভালো করে বুজেবেন তার পর করবেন। পরে নাহলে বা এই কাজ করতে গিয়ে কোনো সমস্যা হলে ViralFact দোষ নয়।