Fast charging | মোবাইল দ্রুত চার্জ করার উপায়
আসসালমুআলাইকুম! কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ব্লগ পোস্টে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের জানার বিষয় হচ্ছে, কিভাবে মোবাইল দ্রুত চার্জ করবেন।
তো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করবো মোবাইল দ্রুত চার্জ করার উপায়, মোবাইল দ্রুত চার্জ করার কিছু ট্রিকস, মোবাইল ফোন তাড়াতাড়ি চার্জ করার উপায়। মূলত আমরা এই সকল বিষয় নিয়ে এই ব্লগ পোস্টে আলোচনা করবো। তো সবাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পরবেন। ভালো ভাবে মনযোক দিয়ে না পড়লে কিছু বুঝতে পারবেন না। ভালো করে পড়ার পরেও যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করুন।
fast charging | মোবাইল দ্রুত চার্জ করার উপায়
![]() |
মোবাইল দ্রুত চার্জ করার উপায় |
আমরা এখন মোবাইল ফোনে ব্যাবহার করে অনেকই অনেক কাজ করে থাকি। এবং অনেক জায়গাতে যাওয়ার প্রয়জন হয় তখন আমাদের মোবাইলে চার্জ থাকে না। এই আমাদের মোবাইলের চার্জ নিয়ে অনেক বিপদে পড়তে হয় বা সমস্যা হয়। এর জন্য আমাদের মোবাইলে সব সময় চার্জ থাকা দরকার। এখন যদি আমাদের ফোনে ফাস্ট চার্জিং অপশন না থাকে তাহলে অনেক সময় লাগবে সম্পুর্ণ চার্জ হতে। তখন আপনার যদি দ্রুত চার্জ না করতে পারেন তাহলে আপনাকে চার্জ ছাড়াই সেখানে যেটা হবে।
সেখানে যাওয়ার পর যদি দেখে যে কোনো কাজ আসছে যেটা আপনার মোবাইলের ধার সম্পুর্ণ করতে হবে তখন তখন তো একটা না একটা সমস্যা হবেই আপনার। এই জন্য আমাদের মোবাইল চার্জ দেওয়ার প্রয়োজন হয়। আমরা যদি আমাদের মোবাইল দ্রুত চার করতে পারি তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এবং মোবাইল নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না। যাদের মোবাইলে ফাস্ট চার্জিং ফিচার নাই তাদের জন্য এই পোস্ট অনেক উপকার হবে।
Fast charging - দ্রুত কাহর করার উপায় এবং সুবিধা।
বর্তমান বাজারে প্রতিনিয়ত অনেক নতুন নতুন মোবাইল ফোন আসতেছে। যেগুলো অনেক আপডেট এবং অন্য সকল পুরাতন মোবাইলের থাকে ফিচার বেশি থাকে। এই সকল ফিচার গুলোর মধ্যে ফাস্ট চার্জিং টা অনেক ব্যাবহার যোগ্য এবং সবার কাছে আকর্ষণীয়। অন্য সকল ফিচার আমরা সবাই কম বেশি ব্যাবহার করলেও ফাস্ট চার্জিং ফিচার অনেক বেশি গুরত্বপূর্ণ।
কারণ আমাদের পুরাতন মোবাইল বা আগে বাজারে আসা মোবাইল গুলো চার্জ হতে অনেক সময় লাগে। যা আমাদের কাছে খুবই বিরক্ত কর। নতুন বা বর্তমানে যে মোবাইল গুলো ব্যাবহার করতেছি সে গুলোতে প্রায় 90% মোবাইল ফাস্ট চার্জিং ফিচার থাকে। এগুলো চার্জ হতে খুব বেশি সময়ও লাগে না। বেশি হলে দের ঘণ্টা লাগে, এর বেশি নয়। অনেক মোবাইল ফোন আছে যে গুলোতে মাত্র 30 মিনিটেই ফুল চার্জ হয়ে যায়।
তো আমাদের জানার বিষয় হচ্ছে আমরা যারা অনেক আগের মোবাইল ফোন ব্যাবহার করি তাদের জন্য কিছু ট্রিকস জানবো। এবং কি ভাববে ফাস্ট চার্জিং ছাড়া ফোনে দ্রুত চার্জ করবো এই নিয়ে আলোচনা করবো। কিছু উপায় আছে যে গুলো মেনে মোবাইল ফোন চার্জ দিলে তাড়াতাড়িই চার্জ হবে। সব গুলো বলে দিতেছি ভালো করে পরবেন এবং মানার চেষ্টা করবেন। এতে আপনার কিছু সময়ই বেছে যাবে এবং মোবাইল ও ভালো থাকবে।
দ্রুত চার্জ করার উপায় - fast charging trips
তো প্রথমেই বলে নেই যে মোবাইল দ্রুত চার্জ করার বা দ্রুত চার্জ হওয়ার মূল কারণ হচ্ছে আপনার মোবাইল এবং চার্জার। আপনার মোবাইল যদি ফাস্ট চার্জিং সাপোর্ট না করে তাহলে কখনোই আপনার মোবাইল খুব দ্রুত চার্জ করা যাবে না। প্রথমত মোবাইল দ্রুত চার্জ করার জন্য আপনার মোবাইলে ফাস্ট চার্জিং ফিচার থাকতে হবে। আমি যেহেতু আপনাদের সাথে ফাস্ট চার্জিং ফিচার বা অপশন ছাড়া দ্রুত চার্জ করার নিয়ম বলে দিবো তো চিন্তার কোনো কারণ নেই।
যে কোনো মোবাইল ফাস্ট চার্জ করার কিছু উপায় বা ট্রিকস এবং টিপস
1. On flight mode when phone is charging - ফ্লাইট মোড বা এরোপ্লেন মোড চালু করুন যখন আপনি মোবাইল চার্জ দিবেন।
আপনি হয়তো বিশ্বাস করবেন না, এরোপ্লেন মোড চালু করে মোবাইল চার্জ দিলে আপনার মোবাইলে আগে থেকে আরো 3 গুন দ্রুত চার্জ হবে। আপনি এই এরোপ্লেন মোড চালু করে চার্জে দিয়ে দেখতে পারেন। এটা অবশ্যই আপনার মোবাইলে দ্রুত চার্জ হবে।
এর সবিধা একটাই, যে আপনার মোবাইল খুব দ্রুত চার্জ হবে। এবং এর অপকার হলো আপনি যদি এরোপ্লেন মোড চালু করে আপনার মোবাইল চার্জ দেন তাহলে আপনার মোবাইল কোনো প্রকার কোনো এসএমএস আসবে না, কোনো প্রকার কোনো কল আসবে না। হয়তো আপনার দরকারি কোনো এসএমএস আসতে পারে, সেইটা আসবে না এরোপ্লেন মোড চালু করা থাকলে। দরকারি কোনো কল আসার থাকলে সেটাই আসবে না। এর জন্য সবই এই অপশন টি ব্যাবহার করে না। আপনি চাইলে করতে পরবেন।
2. Clear all recent history - আপনার ফোনের সকল রিসেন্ট অপশন ক্লোজ করে দিন।
আপনাদের মোবাইলের রিসেন্ট থাকা সকল অ্যাপ আপনার অজান্তেই আপনার মোবাইলের চার্জ কমিয়ে দেই। তাই সব রিসেন্ট থাকা সকল অ্যাপ ক্লোজ করি দিবেন চার্জ দেওয়ার আগে। এতে আপনার মোবাইল আরো দ্রুত চার্জ হবে।
শেষ কথা!
তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আশা করি আজকের ফাস্ট মোবাইল চার্জিং বিয়টি নিয়ে যা আলোচনা করেছি টা বুঝতে পড়েছেন। এর পরও কোনো সমস্যা থাকলে কমেন্ট করুন। যথাসাধ্য আপনাকে সাহায্য করবো। ধন্যবাদ!