ফেসবুক আইডির নাম বদলানোর নিয়ম |How to change Facebook id name
আসসালমুআলাইকুম! কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুিল্লাহ আমিও ভালো আছি। তো সবাইকে আজকের ব্লগ পোস্টে সাগতম। আজকে আমাদের জানার মূল বিষয় হচ্ছে কিভাবে ফেসবুক অ্যাকাউন্টের এর নাম পরিবর্তন করতে হয়।
তো সবাই মনোযোগ দিয়ে পরবেন। তাহলে সম্পুর্ণ নিয়ম টা বুঝতে পরবেন। আজকে আমরা যা যা জানতে পারবো টা হলো, কিভাবে ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে হয়, ফেসবুক একাউন্টের নাম বদলানোর নিয়ম, ফেসবুক আইডির নাম বদল করার নিয়ম, ফেসবুক অ্যাকাউন্টের নাম বদল করবো। এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। অবশ্যই আপনি যে বিষয়ে জানতে চান তা এখানে আছে। তাহলে চলুন মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক।
কিভাবে ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করা যায় - how to change Facebook account name
ফেসবুক অ্যাকাউন্টের নাম বদলানোর জন্য আপনাকে সেই একাউন্টের নাম্বার পাসওয়ার্ড জানতে হবে। কারণ আপনি যে অ্যাকাউন্টের নাম পরিবর্তন করবেন সেই অ্যাকাউন্ট লগইন করতে হবে। আর পাসওয়ার্ড পরিবর্তনের শেষ অবস্থায় আপনাকে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করতে হবে।
আপনি মোবাইল ফোন দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাওয়ার্ড পরিবর্তন করতে পারবেন কোনো জামেলা ছাড়াই। এবং পিসি দিয়েও আপনার ফেসবুক একাউন্টের পাওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। তবে আমি আজকে আপনাদের কাছে মোবাইল দিয়ে ফেসবুক অ্যাকাউন্টের পাওয়ার্ড পরিবর্তন করার নিয়ম বলে দিবো।
ফেসবুক অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম
নিচে কিছু ধাপ দেওয়া হলো। এক এক করে সব পরবেন, তারপর চেষ্টা করবেন।
1. ফেসবুক অ্যাকাউন্ট লগইন
আপনি প্রথমে আপনার মোবাইল ফেসবুক একাউন্ট লগইন করে নিবেন। এর জন্য আপনার ফেসবুক একাউন্টের নাম্বার ও পাসওয়ার্ড প্রয়জন হবে।
2. অ্যাকাউন্ট সেটিং এ যাবেন
একাউন্ট লগইন করার পর পেজ লোড হওয়া শেষ হলে আপনি অ্যাকাউন্ট সেটিং এ যাবেন। অ্যাকান্ট সেটিং এ যাওয়ার জন্য যা করবেন।
3. সেটিং এ যাবেন
আপনি ফেসবুক অ্যাপের কনারে দেখতে পাবেন 3 লাইনের অপশন আছে, সেখানে ক্লিক করবেন। একটু নিচের দিকে স্ক্রোল করে যাবেন। সেখতে পাবেন সেটিং অপশন সেখান ক্লিক করবেন।
4. নাম পরিবর্তন করতে ক্লিক করুন
তার পর দেখতে পাবেন "Your Information" অথবা "Parsonal Information" সেখানে ক্লিক করবেন। সখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম, ইমেইল, নাম্বার দেখতে পাবেন।
5. এডিট বাটনে ক্লিক করুন
এর পর দেখতে পাবেন নামের একটি অপশন আছে। তার পাশেই দেখতে পাবেন "Edit" বাটন। সেখানে ক্লিক করবেন।
6. নাম দিয়ে কনফার্ম করবেন
নতুন পেজ ওপেন হবে। সেখানে দেখতে পাবেন নাম পরিবর্তন করার জন্য অপশন আছে। তিন টি খালি বক্স পাবেন নাম বসানোর জন্য।
Note: আরেকটি কথা বলে নিই, ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি প্রতি 60 দিন বা 2 মাস পর পর পরিবর্তন করতে পারবেন। এই আগে করতে পারবেন না। যতই চেষ্টা করেন 60 দের আগে আপনার অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে পরবেন না, অযথা সময় নষ্ট করতে যাবেন না। অনকেই বলবে 60 দিনের আগে ফেসবুক অ্যাকাউন্টে নাম পরিবর্তন করা যায়। তবে বুজে নিবেন এটা কখনোই সম্ভব না। যদি কোনো ভাবে পরিবর্তন করেও ফেলেন তাহলে আপনি অ্যাকাউন্টে সমস্যা হবে।
7. এখন যদি 60 দিন হয়ে থাকে আগের পরিবর্তন এর সময় থেকে তাহলে আবার নাম পরিবর্তন করতে পরবেন।
8. আপনি দেখতে পাবেন 3টি খালি বক্স থাকবে। প্রথম বক্সে আপনার ফাস্ট নাম দিবেন, পরের বক্সে মধের নাম দিবেন, তৃতীয় বক্সে আপনি লাস্ট নাম বা পদবী টা দিবেন। দিয়া নেক্সট করবেন।
আপনি যদি সব ঠিক ঠাক করে দিয়ে থাকেন তাহলে পরে দলে যেতে পরবেন। সবাই বেশির ভাগ স্টাইল করে নাম দিতে চায়। তখন টেক্সট error দরে ফেসবুক। এই জন্য পরের ধপে যেতে পারেন না।
9. পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করুন
সব ঠিক থাকলে পরের ধাপে যেতে পারবেন। পরের ধাপে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। সঠিক পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করবেন।
সঠিক পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করার পরে আপনি হোম পেজে ফিরে যাবেন। এর পর সব থাকলে নাম পরিবর্তন হয়ে যাবে।
শেষ কথা!
আজকে এই পর্যন্তই। এখন যারা ভালো করে সব পড়েছেন তারা বুঝে গেছেন কিভাবে ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে হয়। এখনো না বুজে থাকলে আপনি পড়ুন। কোনো প্রকার সমস্যা হলে কমেন্ট করুন। আমরা যথাসাধ্য আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করবা। সবাই ভালো থাকবেন। শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ!