কিভাবে PHP ওয়েবসাইট ফ্রী তৈরি করবেন!

 হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আলহাদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তাহলে আজকে আমরা জানবো কিভাবে একটা ফ্রী ওয়েবসাইট তৈরি করবো আর সেই ওয়েবসাইটে কিভাবে PHP সেট করবেন। তো বেশি দেরি না করে আলোচনা শুরু করা যাক!

Free website


ওয়েবসাইট তৈরি করার জন্য যা যা লাগবে!


ডোমেন:-

প্রথমত ডোমেন লাগবে। আপনি আপনার ইচ্ছা মত করে একটা ডোমেন নিয়ে নিবেন। ডোমেন এর নাম টা একটু ভালো করে নিবেন। যাতে ভিজিটর দের যেনো সহজে নাম মনে থাকে। যাই হোক, শুধু একটু ডোমেনের নাম টা সহজ করার চেষ্টা করবেন। এই বিষয়টা ফ্রী ওয়েবসাইটে জন্য দরকার না, মূলত seo এর জন্য। ফ্রী ডোমেইন লিখে সার্চ করলে অনেক ওয়েবসাইট পাবেন। তবে বেশি সাইট গুলাই ফ্রী দেয় না। শুধু দেখায় যে ফ্রী দিবে আসলে কিন্তু দিবে না। আপনি চাইলে freenom থেকে নিতে পারেন। টা ছাড়া আমর জানামতে অন্য কোনো সাইটে কাস্টম ডোমেন দিবেনা। সব শুভ ডোমেন দিবে।


কিভাবে ফ্রীতে ডোমেন নিবেন?

প্রথমে Freenom সাইটে যান। একাউন্ট খুলেন এবং লগইন করেন। মোবাইল ফোন থাকলে ডেক্সটপ মোড করে নিন। ডোমেন নাম লিখিয়ে সার্চ করেন এবং ডোমেন বাছাই করুন। ১২ মাস সিলেক্ট করবেন, এইখানে ১২ মাস পর্যন্ত ফ্রী। এবং তার পর কনফার্ম করুন।


আবার my domen এ যান এবং আপনার ডোমেন দেখত পাবেন।


 

হোস্টিং:-

তারপর হোস্টিং হলেও চলবে, না থাকলে ব্লগার দিয়ে করতে হবে। তবে আমরা আজকে php ওয়েবসাইটে তৈরি করবো, তো আমাদের হোস্টিং লাগবে। যেটাতে php সাপোর্ট করে। আপনি ফ্রী হোস্টিং লিখে সার্চ করলে অনেক ওয়েবসাইটে পাবেন যেটাতে হোস্টিং ফ্রী দেয়। আমি কিছু ওয়েবসাইট সাজেশন করবো, চাইলে সে গুলো ব্যাবহার করতে পারেন।



যে হোস্টিং গলো আপনি ব্যবহার করতে পারেন:

১. InfinityFree.net

2. Freehosting.com

3. 000webhost.com


তো আমি infinityFree দিয়ে তৈরি করার প্রসেস দেখাবো। কারণ এইটাতে সব Unlimited এবং স্প্রিড ও অনেক ভালো। তো প্রথমে infinityFree সাইটে একটি একাউন্ট খুলে নিবেন। তার পর লগইন করে একটা ফ্রী হোস্টিং একাউন্ট খুলবেন। হোস্টিং একাউন্ট খুলার জন্য ডোমেন লাগবে। আপনি তাদের sub ডোমেন নিতে পারেন। আমি বলবো নেওয়ার প্রয়োজন নেই। কারণ আমি তো ফ্রী ডোমেইন কিভাবে নিবেন সেইটা বলে দিয়েছি। ওইটা একটু ভালো করে দেখে নিবেন। 


ডোমেন দেওয়ার পর NS টা বদল করে নিবেন। আপনি যে হোস্টিং ব্যবহার করেছেন তাদের NS টা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর হোস্টিং এর সাইটে ফিরে এসে কাস্টম ডোমেন নির্বাচন করে নিন। আবার আপনার কাছে আপনার ডোমেন নাম টা চাইবে, নাম টা দিয়ে দিবেন। তার পর সাবমিট এ ক্লিক করবেন।


কিছুক্ষন অপেক্ষা করুন, আপনি যদি সব তথ্য ঠিক মত দিয়ে থাকেন তাহলে সফল বাবে হোস্টিং একাউন্ট তৈরি হয়ে যাবে। তখন আপনি Cpanel এবং Online File Manager অপশনটি দেখতে পাবেন। এইখান থেকে Cpanel বা File Manager ক্লিক করলে আলাদা করে কোনো লগইন করার জন্য পাসওয়ার্ড লাগবেনা।


তো cpanel তো পেয়ে গেলেন। এইবার cpanel লগইন করার পর আপনার সাইটে এর সকল তথ্য দেখতে পারবেন, যেমনটা পেইড হোস্টিং এ থাকে। একটু নিচে চলে যাবেন, দেখতে পাবেন File manager। ক্লিক করুন, অটো লগইন হয়ে যাবে। সেখানে আপনি আপনার সাইটের সকল file পাবেন। নির্দিষ্ট সাইটে বাচাই করে, আপনার php ফাইলটি আপলোড করুন। আপলোড হতে একটু সময় নিবে, যেহেতু ফ্রী হোস্টিং। একটু সবুর করতে হবে।


আপলোড শেষ হলে আপনার সাইটে লোড করুন। এবং php সেটআপ করুন।


তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আপনাদের সাইটে নিরাপদে রাখবেন। আর অন্ন কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট করুন। আশা করি খুব দ্রুতই উত্তর দিয়ে দিবো! 🖤

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url