018 কোন সিম? 018 Which SIM operator number In Bangladesh

আসসালমুআলাইকুম! কমন আসেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা আজকে আমি আপনাদের জানাবো ০১৮ কি সিম, কোন কোম্পানি এবং কোন দেশের সিম।


018 কি সিম?


018 কি সিম বা কোন সিমের নাম্বার? এটি হচ্ছে বর্তমান বাংলাদেশের জনপ্রিয় অন্যতম টেলিকম সিম কোম্পানির ১টি সিম। এর নাম্বারের বিষয় নিয়ে আজ আপনারদের সাথে আলোচনা করবো।


018 কি সিম বা কোন সিমের নাম্বার -

আজকে এই পোস্টে কথা বলব নতুন আরো একটা সিমের নাম্বার নিয়ে। আমরা অনেকে মানুষ গুগোল সার্চ করি এটি লিখে যে 018 এটি কোন সিমের নাম্বার। কিন্তু সম্পুর্ণ বিষয় নিয়ে কোনো পোস্ট পান না। এখানে আমি সম্পূর্ণ বিষয়টি নিয়ে আজ আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।


018 কোন সিমের নাম্বার | 018 Which SIM operator number in Bangladesh 

018 কোন সিমের নাম্বার এর এক কথায় উত্তর হলো: এটি হচ্ছে বাংলাদেশের একটি সিম, যা এখন সবাই রবি সিম নামে পরিচিত। এটি রবি কোম্পানির নাম্বার। এই 018 হলো মূলত রবির মোবাইল টেলিকম সিম কোম্পানির একটি সিম। বর্তমানে রবি অন্যতম বাংলাদেশের জনপ্রিয় ১টি কোম্পানি। অতীতে ০১৮ ছিলো একটেল নাম্বার নামে অনেক মানুষের কাছে পরিচিত। যার নাম পরিবর্তন করে রবি রাখা হয়েছে। একজন সবার কাছে রবি সিম নামেই পরিচিত।


রবি নাম্বার কোড কিভাবে দেখবেন।

প্রথমে আপনার রবি সিমের নাম্বার দেখার জন্য যে কাজটি করতে হবে তা হলো আপনার হাতে থাকা মোবাইল ফোন থেকে ডায়াল করবেন হচ্ছে *২# । রবি সিমের নাম্বার দেখার জন্য আপনারা আরো একটি কোড আছে, সেটি হলো *140*2*4# ডায়াল করবেন। এই কোড দিয়েও দেখতে পারেন। এবার ডায়াল করার পর একটু সময় অপেক্ষা করুন, আপনি দেখতে পাবেন আপনার ভুলে যাওয়া সেই রবি সিমের নাম্বারটি মোবাইল স্কিনে চলে এসেছে। 


রবি সিমের ব্যালেন্স টাকা দেখার নিয়ম 

রবি সিমের ব্যালেন্স বা সিমে কত টাকা রিচার্জ করলেন তা দেখার জন্য আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাড থেকে ডায়াল করতে হবে *২২২# লিখে। সঠিকভাবে এই কোডটি ডায়াল করার পর আপনি দেখতে পাবেন বর্তমান আপনার রবি সিমের ব্যালেন্স বা কত এমার্জেন্সি ব্যালেন্স কতো আছে সেটা দেখতে পাবেন। 


রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স কোড 

আপনার এখন কথা বলা খুবই প্রিয়জন। কিন্তু আপনার সিম কার্ডে এখন টাকা নেই। তাই এই বিপদ থেকে বাচার জন্য রবি সিম দিচ্ছে আপনাকে ২০০ টাকা পর্যন্ত এমার্জেন্সি টাকা। নেওয়ার জন্য ডায়াল করতে হবে *১২৩*০০৭# । তাই রবি সিম আপনাকে এই জরুরী মুহুর্তে দিচ্ছে ইমারজেন্সি ব্যালেন্স। *123*007# ডায়াল করে আপনি আপনার জরুরী প্রয়োজনে এমার্জেন্সি টাকা নিতে পারবেন রবি সিম কোম্পানির দেওয়া ইমারজেন্সি ব্যালেন্স এর মাধ্যমে। এবার আপনি যে ইমারজেন্সি ব্যালেন্স নিয়েছেন তা চেক করার জন্য *1# বা *223# ডায়াল করতে হবে। সাথে সাথে দেখতে পাবেন। এবং পরবর্তী রিচার্জে আপনি যত টাকা লোন নিয়ে ছিলেন তা কেটে নিবে।

  

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url