ফ্রী ব্লগার ওয়েবসাইট! How to create free blogger website.

হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আলহাদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তাহলে আজকে আমরা জানবো কিভাবে একটা ফ্রী ওয়েবসাইট তৈরি করবেন। তো বেশি দেরি না করে আলোচনা শুরু করা যাক!


আমরা প্রতিনিয়ত গুগলে ইউটিউবে সার্চ করে থাকি যে কিভাবে ওয়েব সাইটে খুলবো। ব্লগার দিয়ে কিভাবে ফ্রী ওয়েবসাইট বানান যায়। এই ধরনের সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। অনুগ্রহ করে সবাই মনোযোগ দিয়ে পরবেন। নয়তো কিছু বুজনেন নাহ্। আমি আজকে এই ব্লগ পোস্টের মাধ্যমে বলে দিবো কিভাবে কি করবেন।



ফ্রী ওয়েবসাইট - create a free blogger website

.
Free blogger website, how to create blogger free website


প্রথমে আপনাকে blogger.com এ যেতে হবে। তারপর গুগল একাউন্ট দিয়ে লগইন করে নিতে হবে। অন্য কোনো কিছু দিয়ে লগইন করতে পারবেন না। কারণ এটা গুগলেরই একটি প্ল্যাটফর্ম। 


ব্লগার সাইটে ডোমেন অ্যাড্রেস কিভাবে দিবেন

তারপর নতুন সাইটে তৈরি করতে বলবে। আপনি একটি নতুন সাইটে তৈরি করে নিবেন। প্রথমে সাইটের নাম দিয়ে নিবেন। পরে আপনার সাইটের ডোমেন নাম বা লিংক অ্যাড্রেস বা যেটাই বলেন, দিয়ে নিবেন। এখানে একটু সতর্ক হয়ে দিবেন, যাতে ভুল না হয়। ভুল হলেও সমস্যা নাই, পরে আবার পরিবর্তন করতে পারবেন।


ব্লগার এ টেমপ্লেট কিভাবে সেট করবেন

এবার কনফার এ ক্লিক করবেন। এবং আপনার আইতে তৈরি হয়ে যাবে। কিন্তু এটা দেখতে একদম বাজে লাগবে। তবে চিন্তার কোনো কারণ নেই, ব্লগারের জন্য টেমপ্লেট বা থিম যেটাই বলেন আছে। ব্লগারের নিজেসহ আছে, আবার কিছু ডেভলপারদের তৈরি করা আছে।

আপনি যদি ব্লগার এর গুলো ব্যাবহার করতে চান করতে পারেন, এটা আপনার ব্যাপার। তবে সেই গুলো এত ভালো বা প্রফেশনাল না।

টেমপ্লেট সেটআপ করার জন্য প্রথমে আপনার সাইটে সিলেক্ট করে নিবে, যে সাইটে এ টেম্পলেট সেট করতে চান। তারপর বাম সাইডে দেখতে পাবেন 3 লাইনের একটি মেনু বার আছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে একটু নিচে দিকে দেখতে থিম অপশন সেখানে ক্লিক করবেন, নতুন একটি পেজ খুলবে।

সেখানে ডান সাইডে দেখতে পাবেন কাস্টোমাইজ করুন। তার সাথে দেখতে পাবেন নিচের দিকে একটি চিহ্ন আছে, সেখানে ক্লিক করবেন। নতুন কিছু অপশন পাবেন। আপনি আপলোড xml ফাইল এ ক্লিক করবেন।

দিলে থেকে xml ফাইলটি সিলেক্ট করবেন। আপবন আপলোড করে নিবেন। আবার অনেক থিম আছে যে গুলো আপলোড দিলে হয় না। সেই গুলোর জন্য শুধু কোড কপি করে এনে এডিট html এ গিয়ে all সিলেক্ট করে কেটে দিয়ে পেস্ট করে দিলেই হবে।


শেষ কথা!

আজকের পোস্ট এই পর্যন্তই। আজকে আমরা জানলাম ব্লগার দিয়ে ফ্রী ওয়েবসাইট তৈরি করা, blogger website free, free website এই সকল বিষয়। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ!🖤
    
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url