এয়ারটেল সিমের নাম্বার দেখার সহজ নিয়ম । Airtel number check।

এয়ারটেল সিমের নম্বর দেখার নিয়ম জেনে নিন: বাংলাদেশে বর্তমানে এয়ারটেল সিম অনকে জনপ্রিয় একটি সিম। এখন সকল গ্রাহক দের নেট স্প্রিড ভালো দরকার এবং এয়ারটেল সেই চাহিদা পূরণ করতে পেরেছে। এয়ারটেলের নেট স্প্রিড ভালো থাকার কারণে এখন এই সিম বিক্রিও অনেক টা বেড়েছে। 

তো আমরা যখন এয়ারটেল সিম কিনে আনি, তখন সিমের প্যাকেটে এয়ারটেল সিমের নাম্বারটি লিখা থাকে। আর আমরা সিম নম্বরটা সাথে সাথে মুখস্ত করি না। কিছু দিন ব্যাবহার করার পর আমরা প্যাকেটটি হারিয়ে ফেলি বা ফেলে দেই।

এয়ারটেল সিমের নাম্বার দেখার সহজ নিয়ম । Airtel number check।
এয়ারটেল সিমের নাম্বার দেখার নিয়ম!


তখন যদি আমাদের নম্বর প্রয়োজন হয় তখন কিন্তু একটা সমস্যা হয়ে যায়। আমরা কিন্তু তখন আমাদের হাতে থাকা স্মার্টফোন বা বাটনফোন দিয়ে নাম্বারটি বের করতে পড়ি। তো সেই বিষয়টি নিয়ে আজে কথা বলবো। বিষয় টি হলো এয়ারটেল সিম এর নম্বর দেখার নিয়ম।


এখন আপনি ইচ্ছে করলেই ভুলে যাওয়া এয়ারটেল সিমের নম্বরটি আপনি বের করে দেখতে পারেন। শুধু একটা মোবাইল ফোনে হলেই হবে। বাটন ফোনে হলেও হবে।


এয়ারটেল নাম্বার চেক

এয়ারটেল নাম্বার চেক করার কোডটি হলো * 121*7*3# ।


বাটন ফোন দিয়ে এয়ারটেল সিমের নাম্বার দেখার নিয়ম।


প্রথমে আপনার বাটন মোবাইলটিতে *121*7*3# কোডটি ডায়াল করবেন। কিছুক্ষন অপেক্ষা করলে দেখতে পাবেন আপনার এয়ারটেল নাম্বারটি আপনার মোবাইল ফোনের স্ক্রীনে বেশে উঠেছে।


এয়ারটেল নাম্বার দেখার উপায়

স্মার্টফোন দিয়ে এয়ারটেল নাম্বার দেখার নিয়ম


প্রথমে আপনার স্মার্ট ফোন থেকে ডায়াল প্যাড টি ওপেন করে নিবেন। ডায়াল প্যাড এ ডায়াল করবেন *121*7*3#। এর পর যদি আপনার মোবাইল দুইটি সিম থাকে তাহলে এয়ারটেল সিমটি সিলেক্ট করবেন। আর যদি দুইটাই এয়ারটেল সিম থাকে তাহলে জে সিমের নাম্বার দেখতে চান সেই সিমটি সিলেক্ট করবেন। আর একটি সিম থাকলে কোনো সিম সিলেক্ট করার প্রয়োজন নেই, শুধু কোডটি ডায়াল করলেই হবে। ডায়াল করে কিছুক্ষন অপেক্ষা করবেন, আপনার এয়ারটেল সিমের নাম্বারটি আপনার ফোনের স্ক্রিনে বেশে উঠবে।

এয়ারটেল সিমের নাম্বার দেখার নিয়ম।


কিভাবে এয়ারটেল নাম্বার দেখে।


আপনার এয়ারটেল সিমের নাম্বার কিভাবে দেখবেন টা আমি আজকে খুব সহজ ভাবে তুলে দরেছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি মনে করি বার বার নাম্বার চেক করার থেকে নাম্বার মুখস্ত বা একটি ডায়রীতে লিখে রাখা ভালো।

এখনো যদি এয়ারটেল সিম দেখার কোডটি না পেয়ে থাকেন তাহলে আবার বলেদিচ্ছি, কোডটি হলো *121*7*3#।

এয়ারটেল সিম নিয়ে অন্য কোনো সমস্যা থাকলে এয়ারটেলের হেল্প সেন্টারে কথা বলতে পারেন। হেল্পলাইনের নাম্বার আমাদের অন্য একটি পোস্টে দেওয়া আছে, দেখে নিবেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url