আসল oppo মোবাইল চেনার সহজ উপায়!
আসল oppo মোবাইল চেনার সহজ উপায়!
অপো মোবাইল বর্তমানে অনেক জনপ্রিয় হয়েছে বাংলাদেশে। অন্য সব মোবাইলের মত oppo মোবাইলও প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে বালাদেশে এখন। আপনি যদি অপো মোবাইল কিনতে চান বা কেনার আশা আছে তাহলে এই পোস্টটি সম্পুর্ণ পড়ুন।
কারণ অর্জিলান oppo মোবাইল চেনার উপায় আজকের এই পোস্টে বলা হয়েছে। মোবাইল কেনার আগে মোবাইলটি অরজিনাল নাকি তা জানতে হবে। কিভাবে oppo এর অরজিনাল বা অফিসিয়াল মোবাইল নাকি চেক করবেন তা বলে দিবো। ইনশাআল্লাহ ১০০% কাজ করবে।
How To Check Original Oppo Phone
Oppo মোবাইল কেনার জন্য দোকানে যাওয়ার পর, মোবাইল হাতে নিয়ে যাচাই করে কিনতে পারেন এইটা আসল oppo মোবাইল ফোন কিনা। সেই জন্য আপনাকে প্রথমে অন্য একটি মোবাইল ফোন নিতে হবে। সেই মোবাইল নিচে দেওয়া লিংক এ ভিসিট করতে হবে। এইটা oppo এর অফিসিয়াল ওয়েবসাইট। এই সাইটটিতে যেতে হবে oppo এর আসল ফোন চেনার জন্য।
https://support.oppo.com/bd/warranty-check/
এবার সাইটে ভিজিট করলে নিচের দিকে দেখতে পাবেন দুইটি ফাঁকা বক্স। ওই প্রথম বক্সে আপনার মোবাইলের 15 ডিজিটের IMEI নাম্বার দিতে হবে। এবং দ্বিতীয় বক্সটিতে ডানপাশে থাকা ক্যাপচা কোডটি দেখে দেখে লিখে দিবেন, ভুল যাতে না হয় সেদিখে খেয়াল রাখবেন। দুইটি বক্সে নির্ভুল ভাবে কোড বসিয়ে Check Now তে ক্লিক করবেন।
Check Now তে ক্লিক করার পর কিছুক্ষন লোডিং নিবে। আপনি যদি নির্ভুল এবং আপনার মোবাইলটি যদি অরজিনাল oppo মোবাইল হয় তাহলে মোবাইলটির সকল তথ্য এখানে পেয়ে যাবেন। আর যদি সব কিছু ঠিক থাকে তারপরও তথ্য পাওয়া যায়নি লিখা আসে তাহলে বুঝবেন আপনার মোবাইলটি অরজিনাল oppo মোবাইল না, মোবাইলটি নকল।
IMEI নম্বর কোথায় পাবেন!
আপনার মোবাইলের বক্সের গায়ে লিখা থাকবে। ভালো করে দেখে নিবেন। যদি না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই। আরো দুইটি উপাই আছে IMEI নম্বর বের কার জন্য।
১- প্রথমে আপনার মোবাইল ফোনের সেটিং অপশন এ যাবেন। এরপর নিচের দিকে স্ক্রোল করবেন। অ্যাবাউট অপশন পাবেন, ক্লিক করুন। আবার এখান থেকে স্ট্যাটাস অপশন এ ক্লিক করুন। আবার আপনি আপনার মোবাইল ফোনের IMEI নম্বর দেখতে পাবেন। এখান থেকে IMEI নম্বর কপি করে oppo এর ওই ওয়েবসাইটে গিয়ে বক্সে পেস্ট করে দিবেন।
২- IMEI নম্বর বের করার সব থেকে সহজ উপায় হলো *#০৬# এই কোডটি আপনার ফোনের ডায়াল এ যাইয়া ডায়াল করুন। তারপর আপনার ফোনের IMEI নম্বর পেয়ে যাবেন।
Oppo IMEI Check Bangladesh
আপনি যদি BTRC থেকে IMEI নাম্বার চেক করতে চান তাহলে SMS করে চেক করতে হবে। সেজন্য আপনার মোবাইল ফোনে থেকে ম্যাসেজ অ্যাপে গিয়ে নতুন মেসেজ সিলেক্ট করে KYD<space>15 Digit IMEI নাম্বার দিয়ে 16002 তে সেন্ড করে দিবেন। এরপর আপনি ম্যাসেজের মাধ্যমে জানতে পারবেন যে আপনার অপপো মোবাইলটি বাংলাদেশের BTRC এর ডাটাবেজে রয়েছে কিনা। যদি থাকে তাহলে বুঝবেন যে আপনার ফোনটি অফিশিয়াল ফোন। আর যদি না থাকে তবে বুঝতে পারবেন যে এটি আনঅফিসিয়াল মোবাইল ফোন।
তো আজকে এই পর্যন্তই। আশা করি সব নিয়ম গুলি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু না বুজে থাকেন বা কোনো সমস্যা হলে কমেন্ট করুন। সমাধান দিয়ে দিবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকবেন, আল্লহ-হাফেজ!