বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম - Upay account kholar niyom - 2023

আসসালমুআলাইকুম! আজ আপনাদের সাথে কথা বলবো কিভাবে আপনারা আপনাদের বাটন ফোন দিয়ে উপায় একাউন্ট খোলবেন। সেই নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের এই আর্টিকেলের মধ্যে। এটা মূলত নগদ, বিকাশ, রকেটের মতো একটি মোবাইল ব্যাংকিং কার্যক্রম বা অ্যাপও বলতে পারেন। বাটন ফোনে উপায় একাউন্ট কিভাবে খোলা যাবে সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনারা এই আর্টিকেলটি সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়তে হবে, নাহলে পারবেন না। তার কারণ এই আর্টিকেলটি পড়েই আপনি উপায় একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে পারবেন এবং শিখতে পারবেন।


Upay কি?

বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম - Upay account kholar niyom - 2023

তো বন্ধুরা “উপায়” হচ্ছে UCB ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং কার্যক্রম। গুগল বা ইউটিউবে গিয়ে আমরা সার্চ করি কিভাবে খুব সহজে উপায় একাউন্ট খোলা যায় সেই সম্পর্কে কিছু বিষয় ধারণা নিতে চেষ্টা করে থাকি। তারা অনেকে অনেক ভাবে দেখায়। তো আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ব্লগ আর্টিকেল দারা, বাটন ফোনে কিভাবে উপায় একাউন্ট খোলা যায় ৷ উপায় একাউন্ট খোলার নিয়ম ” এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এখন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনা শুরু করি।


আপনি যদি পোস্টটি সম্পুর্ন মনোযোগ দিয়ে পড়েন তাহলে আশা করি অবশ্যই বাটন ফোনে কিভাবে উপায় একাউন্ট খুলতে হয় সে বিষয় জেনে যাবেন। সাধারণত দুটি নিয়মে ঘরে বসে সহজে আমরা উপায় অ্যাকাউন্ট খুলতে পারি। 



Open Upay account - Upay baton mobile diye account kholar niyom


1। “উপায়” এর একাউন্ট অ্যাপ দিয়ে খুলতে পারবেন ।

২। মেনুয়াল ভাবে “উপায়” একাউন্ট অ্যাপ ছাড়া খুলতে পারবেন ।



তবে অ্যাপের মাধ্যমে একাউন্টটি এক্টিভ করার জন্য প্রয়োজন হবে একটি স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগ। আর বাটন ফোন দিয়ে উপায় একাউন্ট খুলতে হলে অবশ্যই আপনার এলাকায় নিকটবর্তী উপায় মোবাইল এজেন্ট ব্যাংকিং পয়েন্টে যেতে হবে।



যা প্রয়োজন হবে

আপনি যে সিমে থেকে একাউন্ট করতে চাচ্ছেন ওই সিমের নাম্বার, আপনার বাটন ফোন দিয়ে উপায় একাউন্ট খুলতে হলে সেই সিম এবং এনআইডি কার্ড অবশ্যই নিয়ে যেতে হবে এছাড়াও ২ কপি ছবি সাথে করে নিয়ে যাবেন অবশ্যই ছবি পাসপোর্ট সাইজের হতে হবে। এই সব হলো নিয়ে আপনার কাছে এলাকায় যে এজেন্ট পয়েন্টে আছে সেখানে যাবেন। তাদের একাউন্টটি খুলে দিতে বললেই তারা কিছুক্ষণের মধ্যেই আপনার Upay একাউন্ট খুলে দিবে। এই উপায় একাউন্ট খুলার জন্য কোনো প্রকার টাকা লাগে না, এটা একদম ফ্রী।



"উপায়" মোবাইল ব্যাংকিং একাউন্ট হচ্ছে United Commercial Bank (ইউ সি বি ব্যাংক) এর একটি মোবাইল ব্যাংকিং সিস্টেম। তাছাড়া উপায় এর সেবা কার্যক্রম পাওয়া যায় বাংলাদেশের সব এলাকা থেকে, এটা অত্যন্ত সুবিধাজনক আপনার, আমার এবং সবার জন্য ।


এই "উপায়" মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সেকেন্ডের মধ্যে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টাকা পাঠাতে পারবেন। উপায় বাটন মোবাইলেও ব্যাবহার করা যায়। তবে বাটন মোবাইলে একাউন্ট করার জন্য অবশ্যই যেকোনো এজেন্টের কাছে যেতে হবে। তা ছাড়া কোনো ভাবে বাটন মোবাইল দিয়ে একাউন্ট খোলা সম্বব না।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url