কিভাবে বিকাশ একাউন্ট এর পিন পরিবর্তন করবেন - How to change bKash account PIN!
প্রিয় বন্ধুরা, সবাই কে আমর সালাম - আসসালামু-য়ালাইকুম! আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো টা হলো, "কিভাবে বিকাশ একাউন্ট এর পিন পরিবর্তন করবেন" । আমি আজকে যে নিয়মটি বলবো সেই নিয়মে বাটন মোবাইল দিয়েও বিকাশ একাউন্ট এর পিন পরিবর্তন করা যাবে।
Bkash er pin change kore kibabe.
আপনারা অনেকেই ইউটিউবে, গুগলে সার্চ করে থাকে যে, কিভাবে বিকাশ একাউন্ট এর পিন পরিবর্তন করবেন। ভালো কোনো ভিডিও বা ব্লগ পোস্ট পান না বা বুঝেন না। সেক্ষেত্রে আমি আজকে এই ব্লগ পোস্টে মাধ্যমে সকল বিস্তারিত বলে এবং বুজিয়ে দিবো।
অনুগ্রহ করে পুরো পোস্ট/আর্টিকেল টি ভালো করে মনোযোগ দিয়ে পরবেন। তাহলে বুঝতে পারবেন। নয় তো কিছু বুঝেন না, পরে বুল করবেন আর একাউন্ট ব্লক করে ফেলবেন। মূল কথা পোস্টটি মনোযোগ দিয়ে পরবেন। আচ্ছা! এবার মূল বিষয়ে আশা যাক।
বিকাশ কি?
বিকাশ হলো ব্র্যাক ব্যাংক লিমিটেড (BBL) এর একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান। যেটা ব্যাবহার করে সেকেন্ড এর মধ্যে এক দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টাকা পাঠানো যায়। অন্য দেশ থেকেও টাকা পাঠানো যায়, তবে বাংলাদেশ থেকে অন্য দেশে পাঠানো যায় না (বিকাশ ব্যাবহার করে)।
এই মোবাইল ব্যাংকিং কার্যক্রম (বিকাশ) টি অন্য সকল মোবাইল ব্যাংকিং কার্যক্রমের থেকে খুবই জনপ্রিয়। কারণ, বিকাশের সেবা প্রায় সব আলাকা থেকেই পাওয়া যায়। সব এলাকাতেই বিকাশ এজেন্ট পয়েন্ট আছে। এটি ব্যাবহার করা অনেক সহজএবং ফি কম। বিকাশের জনপ্রিয়তার পিছনে আরেকটি কারণ হচ্ছে, বিদেশ থেকেও টাকা পাঠানো। অনেক প্রবাসীরা বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে থাকেন।
কিভাবে বিকাশের পিন কোড পরিবর্তন করবেন - Kivabe bikash er pin code poriborton korben?
আপনারা সবাই তো জানেন যে বিকাশের মেনু আনার জন্য *২৪৭# ডায়াল করতে হয়, তো ডায়াল করবেন। মেনু আসার পর ফদেখতে পাবেন 8 টি অপশন আছে। দশটি অপশন দিয়ে ভিন্ন দশটি কাজ করে। সে গুলো হলো:
1. সেন্ড মানি।
- সেন্ড মানি কিভাবে করে জানতে ক্লিক করুন!
2. সেন্ড মানি টু নোন বিকাশ ইউজার।
- এর মানে কি? জানতে ক্লিক করুন!
3. মোবাইল রিচার্জ।
- বিকাশ দিয়ে কিভাবে রিচার্জ করবেন? জানতে ক্লিক করুন!
4. পেমেন্ট।
- বিকাশ থেকে কিভাবে অনলাইনে পেমেন্ট করবেন? জানতে ক্লিক করুন!
5. ক্যাশ আউট।
- বিকাশ এজেন্ট বা ATM থেকে কিভাবে ক্যাশ আউট করতে হয়? যাতে ক্লিক করুন।
6. পে বিল।
- বিকাশ থেকে কিভাবে বিদ্যুৎ বিল দিবেন? জানতে ক্লিক করুন!
- বিকাশ থেকে কিভাবে গ্যাস বিল দিবেন? জানতে ক্লিক করবেন!
7. এনজিও পেমেন্ট।
- NGO পায়মেন কি? জানতে ক্লিক করুন!
8. ডাউনলোড বিকাশ অ্যাপ।
- অ্যাপ ডাউনলোড করতে ক্লিক করুন!
9. মাই বিকাশ।
10. রিসেট পিন।
- পিন ভুলে গিয়ে থাকলে বা ব্লক পরে গেলে রিসেট কিভাবে করতে হয় জানতে ছিলে ক্লিক করুন!
মূলত আমরা পিন পরিবর্তন করবো
তো আমরা 9 (my bkash) নাম্বারটি সিলেক্ট করবো। নিচের ফাঁকা বক্সটিতে 9 লিখে সেন্ড করে দিবো। কিছুক্ষন পর আরেকটি নতুন পেজ খুলবে।
সেখানে নতুন কয়েকটি অপশন থাকবে। সেখান থেকে 3 নাম্বার সিলেক্ট করবেন। ফাঁকা বক্সটিতে 3 লিখে সেন্ড করে দিবেন। তার পর আবার নতুন পেজ নতুন অপশন চলে আসবে।
সেখানে আপনার পুরাতন পিন দিয়ে সেন্ড করে দিবেন। আবার আরেকটি অপশন আসবে, সেখানে আপনার নতুন যে পিন কোড দিতে চান সেটি লিখে দিবেন এবং সেন্ড করে দিবেন। যদি সব ঠিক থাকে তাহলে সাথে সাথে পিন পরিবর্তন হয়েছে একটি এসএমএস পাবেন।
তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে! কোনো সমস্যা থাকলে কমেন্ট করতে পারেন। ইনশাআল্লাহ, সমাধান করে দেওয়ার চেষ্টা করবো।