017 কোন সিম? 017 Which SIM operator number In Bangladesh
আসসালমুআলাইকুম! কমন আসেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা আজকে আমি আপনাদের জানাবো ০১৭ কি সিম, কোন কোম্পানি এবং কোন দেশের সিম।
017 কি সিম - 017 কোন সিম?
017 হলো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি সিম। সিমটির নাম হচ্ছে গ্রামীণ (গ্রামীণফোন) সিম। যেটা অনেক আগে থেকেই প্রচুর জনপ্রিয়। এইটা হলো বাংলাদেশের একটা সিম। সিমটি এখন আর কিনতে পাওয়া যায় না। কারণ BTRC থেকে সিমটি বন্ধ করে দেওয়া হয়েছে।
গ্রামীণ সিম বন্ধ হওয়ার কারণ।
হঠাৎ করে কিছু দিন আগে থেকে এদের সার্ভিস অনেক খারাপ হয়ে যায়। আগের মত নেট পায় না, ফোন কলে কথা বুজা যায়না। তাই বর্তমানে গ্রাহকদের রিপোর্টের কারণে BTRC থেকে এই গ্রামীণ সিম টি বন্ধ করে দেয়।
এর কিছু জন প্রিয় অফার এবং দরকারি ডায়াল কোড দেওয়া হলো, চাইলে ব্যাবহার করতে পারেন!
১. *৫৫৬# ব্যালেন্স দেখার জন্য।
২. *১২১*১*৩# এমার্জেন্সি ব্যালেন্স লোন।
৩. *১২১*১*৪# যত অফার এক্টিভ আছে টা দেখার জন্য।
৪. 4.3জিবি ৬৮টাকা, মেয়াদ ৩দিন।নিতে ডায়াল করুন - *১২১*৫৬৩৭#
৫. ২জিবি+১জিবি বোনাস ৬৯টাকা,মেয়াদ ৩দিন।নিতে ডায়াল করুন - *১২১*৩২৮২#
৬. ৮জিবি-১৫০টাকা-৩০দিন। নিতে ডায়াল করুন - *১২১*৫১৪৮#
৭. ১৮জিবি+৪০০মিনিট-৪০০টাকা-৩০দিন, নিতে ডায়াল করুন - *১২১*৩২০৪#
৮. ৭০ মিনিট ৪৪ টাকা, মেয়াদ ৭দিন, নিতে ডায়াল করুন - *১২১*৫২৭০#
৯. ১৮মিনিট ১৪টাকা (১৬ঘন্টা)। ডায়াল করুন - *১২১*৪০০১#
১০. বোনাস সহ ৬জিবি-৯৭টাকা-৩০দিন। ডায়াল করুন - *১২১*৫০২৮#
১১. ১০০মিনিট ৬০টাকা, মেয়াদ ৩০দিন। নিতে ডায়াল করুন - *১২১*৫০২৭#