Class 9 NCTB books | ক্লাস ৯ এর বই ডাউন-লোড করার নিয়ম!

আসসালমুআলাইকুম! সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ব্লগ পোস্টে ভিরালফাক্ট এর পক্ষথেকে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা জানবো কিভাবে ক্লাস ৯ এর বই মোবাইল ফোন আনবেন বা এনসিটিবির বই ডাউন-লোড করার নিয়ম।

সবাই মনোযোগ দিয়ে সম্পুর্ণ ব্লগ পোস্টটি পরবেন। নাহলে কিছু বুঝতে পারবেন না, নয়তো কিছু গুরত্বপূর্ণ তথ্য মিস করতে পারেন। এই জন্যই বলি সম্পুর্ণ পোস্ট ভালো করে পরবেন। তো চলুন আজকের বিষয়টি নিয়ে আলোচনা শুরু করার যাক।

অনেকে এনসিটিবি নাম শুনেছি। হইতো সকলে নয়তো বন্ধুদের কাছে। আইনটি এখনো জানি না এই এনসিটিবি কি? তো আমি আজকে এই ব্লগ পোস্টের মাধ্যমে এই সকল ধরনের প্রস্নোর উত্তর দিয়ে দিবো। সব প্রশ্নের উত্তর পেতে সম্পুর্ণ পোস্টটি ভালো করে পড়ুন।



এনসিটিবি কি - NCTB ki

Class 9 NCTB books | ক্লাস ৯ এর বই ডাউন-লোড করার নিয়ম!
NCTB KI


এনসিটিবি এমন একটি পথিষ্ঠান যেখানে বাংলাদেশের সব ক্লাসের সকল বই ফ্রীতে পাওয়া যায়। এনটিসিবে থেকে বই নেওয়ার জন্য আপনাকে কোনো প্রকার ফি বা ব্যাট দেওয়া লাগাবে না। আপনি চাইলে এনসিটিবি থেকে যেকোনো বই ডাউন-লোড করে আপনার মোবাইল বা কম্পিউটারে পড়তে পারেন। এনসিটিবির জন্য আমাদের অনেক সুবিধা হয়েছে।

যেমন দিতেন এখন আমাদের বই হারানোর কোনো চিন্তা নেই। কারণ আমাদের সবার কাছে স্মার্ট ফোন বা অ্যান্ড্রয়েড ফোন যেটাই বলেন কম বেশি সবার আছে। আমাদের বই হারিয়ে গেলে এনসিটিবি থেকে ডাউন লোড করে নিয়ে পড়তে পারবো। আবার চাইলে বইটি প্রিন্ট করে নিতে পারবো কোনো জামেলা ছাড়াই।



এনসিটিবি থেকে বই ডাউন লোড দেয়ার নিয়ম


আপনি প্রথমে আপনার ফোনে থাকা যেকোন একটি ব্রাউজার ওপেন করে নিবেন। সেককানে সার্চ বারে লিখবেন NCTB । লিখে সার্চ করে দিবেন।

সার্চ রেজাল্ট থেকে প্রথম যে ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইট যাবেন। সব সময় এনসিটিবি এর সাইটে আগে আসে তবে একটু দেখে নিবে। 

এনসিটিবির সাইটে যাওয়ার পর সেখান থেকে আপনার ক্লাস বেছে নিবেন। পেরে নেক্সট করবেন। এর পর যদি আপনি 9-10 হয়ে থাকে তাহলে আপনার গ্রুপ সিলেক্ট করবেন। তারপর নেক্সট করে দিন। দেখবেন আপনার গ্রুপের সকো বই চলে এসেছে। আপনি চাইলে সেখান থেকেও পড়তে পারেন আবার ডাউন লোড করে নিয়ে পারেন। 

ডাউন লোড করে আপনাকে পিডিএফ (.pdf) ফরম্যাট হহিসেবে দিবে। তখন বই পড়ার জন্য আপনাকে পিডিএফ রিডার অ্যাপ প্রয়জন হবে। চিন্তার কোনো কারণ নেই। কারন পিডিএফ রিডার অ্যাপ অনেক আছে গুগে প্লে স্টোরে। আপনি চাইলে সেখান থেকে নিতে পারেন।



অ্যাপের মাধ্যমে বই কিভাবে পাবেন - nctb book app


অ্যাপের মাধ্যমে বই পাওয়ার জন্য আপনি প্রথমে আপনার মোবাইল ফোনে থেকে গুগল প্লে স্টোরে যাবেন। সেখানে সার্চ বক্সে লিখবেন, আপনি কোন ক্লাসে পড়েন সেই টা আর বই এর নাম। লিখে সার্চ করে দিলেই আপনি কাঙ্ক্ষিত অ্যাপ পেয়ে যাবেন।

অ্যাপ প্রথম বার ওপেন করলে আপনাকে বই অফলাইন করতে বলতে পারে। এই বই একবার অফলাইন করলে আপনার ফোন এমবি বা ইন্টারনেট সংযোগ ছাড়াও পড়তে পারবেন।

অ্যাপ এর মাধ্যমে বই ডাউন লোড করলে সেখানে আবার আলাদে করে কোনো পিডিএফ রিডার লাগে না। সেই অ্যাপ থেকেই বই পড়া যায়।

এনসিটিবির ওয়েবসাইটের থেকে অ্যাপের মাধ্যমে সহজ এবং সুবিধা জনক। অ্যাপ এ অটো জামাল নেই। আপনি যদি মোবাইল কম বিজেন তাহলে আপনি বলবো আপনি বইয়ের জন্য অ্যাপ ব্যাবহার করুন।


শেষ কথা!

তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আশা করি পোস্টটি বুঝতে পেরেছেন এবং বই ডাউন লোড করার নিয়ম জানতে পেরেছেন। এখনো যদি না জেনে থাকেন তাহলে আবার ওপর থেকে পড়ুন। মনোযোগ দিয়ে পড়লে বুঝতে পারবেন। এর পরও কোনো সমস্যা থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যথাসাধ্য সাহায্য করবো। ধন্যবাদ সবাইকে!

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url