বিকাশের টাকা দেখার নিয়ম - How to check bkash account balance
আসসালমুআলাইকুম! কেমন আছেন প্রিয় পাঠকরা? আশা করি সবাই ভালো আছেন। আলহামুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে বিকাশের ব্যালেন্স চেক করবেন বা বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখার নিয়ম।
Check bkash balance taka
তো আপনারা সবাই গুগলে ইউটিউবে সার্চ করেন কিভাবে বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন। মূলত আসল নিয়ম বা তারা জে নিয়ম বলে সেটা হয়তো আপনার কাছে জটিল লাগে। তো আমি আজকে এই ব্লগ পোস্টের মাধ্যমে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখার সহজ নিয়ম বলে দিবো। প্রথমেই জেনে নিই বিকাশ কি!
বিকাশ কি? What is bkash
বিকাশ হলো ব্র্যাক ব্যাংক লিমিটেড (BBL) এর একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান। যেটা ব্যাবহার করে সেকেন্ড এর মধ্যে এক দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মোবাইলের মাধ্যমে টাকা পাঠানো যায়। অন্য দেশ থেকেও টাকা পাঠানো যায়, তবে বাংলাদেশ থেকে অন্য দেশে পাঠানো যায় না (বিকাশ ব্যাবহার করে)।
বিকাশ একাউন্ট এর ব্যালেন্স দেখার নিয়ম - Bkash account balance check
প্রথমে আপনার মোবাইল ফোনে থাকে ডায়াল প্যাড টি ওপেন করে নিবেন। সেখানে ডায়াল করবেন *২৪৭# । কিছুক্ষন অপেক্ষা করলে দেখতে পাবেন নতুন কিছু অপশন আপনার সামনে আশেবে। সেখান থেকে 9 নম্বরটি সিলেক্ট করবেন (My bKash)। নিচে থাকা খালি বক্সে 9 লিখে সেন্ড করে দিবেন।
বিকাশ একাউন্টের টাকা দেখার নিয়ম
নতুন আরেকটি পেজ অপনে হবে, কিছুক্ষন অপেক্ষা করবেন। সেখান 5টি অপশন থাকবে। সেখান থেকে 1 নাম্বারটি সিলেক্ট করবেন। অর্থাৎ নিচের খালি বক্সে 1 লিখে সেন্ড করবেন। এরপর আপনার পিন নাম্বারটি চাইবে। সঠিক ভাবে পিন কোড দিয়ে দিলে একটু অপেক্ষা করবেন। আপনার ব্যালেন্স আপনার সামনে চলে আসবে।
বিকাশ অ্যাপ থেকে ব্যালেন্স দেখার নিয়ম - bkash app balence chek
বিকাশ অ্যাপ থেকে ব্যালেন্স টাকা দেখার জন্য আপনাকে অবশ্যই ডাটা কানেকশন বা ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
প্রথমে আপনার মোবাইল ফোনে থেকে বিকাশ অ্যাপটি ওপেন করবেন। তার পর আপনি পিন কোড দিয়ে দিবেন। সঠিক পিন কোড দিয়ে নেক্সট করে দিলে বিকাশ অ্যাপ থেকে মেনু বা হোম পেজ আসে যাবে। সেখান থেকে ওপরে দেখলে দেখতে পাবেন লিখা আছে "ব্যালেন্স দেখার জন্য চাপ দিন" । সেখানে ক্লিক করবেন, লোড নিবে এবং আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স টাকা দেখতে পাবেন।
তো আজকে এই পর্যন্তই! সবাই ভালো থাকবেন। আশা করি বিকাশ এর ব্যালেন্স দেখার নিয়ম জানতে পেরেছেন। এই বিষয় নিয়ে কোনো সমস্যা থাকলে কমেন্ট করুন। আর অন্য কোনো সমস্যা বা কোনো তথ্য আমাদের সাইটে পোস্ট করতে চাইলে কন্টাক্ট us পেজ থেকে জানাবেন।