How to delete telegram account - টেলিগ্রাম একাউন্ট ডিলেট করার নিয়ম
আসালামু়ালাইকুম! কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে টেলিগ্রাম একাউন্ট ডিলিট করার নিয়ম নিয়ে আলোচনা করবো।
How to delete telegram account.
![]() |
Telegram একাউন্ট ডিলেট করার নিয়ম - how to delete telegram account |
সবাই মনোজক দিয়ে আজকের এই ব্লগ পোস্টটি পরবেন। তাহলে ভালো করে বুঝতে পারবেন এবং জানতে পরবেন টেলিগ্রাম একাউন্ট ডিলেট করার নিয়ম। আজকে আমাদের জানার মূল বিষয় হচ্ছে কিভাবে টেলিগ্রাম একাউন্ট চিরতরে ডিলেট করবেন, টেলিগ্রাম একাউন্ট ডিলিট করার নিয়ম। এই সকল ধরনের প্রশ্নের উত্তর আজকের ব্লগ পোস্টে পেয়ে যাবেন।
অটো ডিলেট টেলিগ্রাম একাউন্ট - Auto delete telegram account
আপনি যদি টেলিগ্রামে একাউন্ট খুলার পর 6 মাস দরে ইন্যাক্টিভ থাকেন তাহলে তারা আপনার একাউন্টকে ডিলেট করে দিবে। এটিকে আপনি 1 মাস করি দিতে পারেন যদি আপনার টেলিগ্রাম ব্যাবহার করতে মন না চাই। এই আপনি সেটিং থেকে করতে পরবেন । 1 মাস করে দেয়ার পর যদি আপনি যদি একমাসের মধ্যে আপনার একাউন্টে লগইন না করেন তাহলে আপনার অ্যাকো ডিলেট হয়ে যাবে। যদি তা করতে না চান তাহলে 1 মাসের মধ্যে আপনার একাউন্ট লগইন করুন।
টেলিগ্রাম কি - what is telegram
হোয়াটসঅ্যাপ এর সাথে সাথে টেলিগ্রাম এরও অনেকটা জনপ্রিয়তা পেয়েছে। 2020 সেলের শেষের দিকে যখন ফেসবুক হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি নিয়ে আপডেটের কথা বলে তখন থেকেই টেলিগ্রাম এর দিকে সকল ইউজার চলে যায়। বিভিন্ন বড় সাইজের ফাইল এবং অডিও ভিডিও নিমেষ পাঠানো যায় টেলিগ্রাম ব্যাবহার করে।
IOS এবং Android এর জন্য দুইটি ভার্শন আছে। অ্যাপ স্টোরে ISO এর জন্যে টেলিগ্রাম আছে এবং গুগল প্লে স্টোরে Android এর জন্য অ্যাপ আছে। আপনারা এই খান থেকে ফ্রীতেই ডাওনলোড করতে পারবেন। ফ্রীতেই সকল ফিচার ব্যাবহার করতে পরবেন, কিছু নির্দিষ্ট মালা নিয়ম আছে তবে টেলিগ্রামে প্রিমিয়াম ভার্শন প্রয়জন হয়না।
একাউন্ট ডিলেট করলে যা হবে:
আপনার সকল মেসেজ হিস্টোরি ডিলেট হয়ে যাবে। গ্রুপে থাকে গ্রুপ ডিলেট হয়ে যাবে। সকল প্রকার ফাইল, ছবি, অডিও, ভিডিও ডিলেট হয়ে যাবে। এক কথায় আপনার একাউন্ট থেকে সকল যাবতীয় ইনফরমেশন ডিলেট হয়ে যাবে।
একাউন্ট ডিলিট করার নিয়ম - Telegram account delete korar niyom:
প্রথমেই বলে নিই, আপনার একাউন্ট একবার ফেলে করলে আবার ফিরিয়ে আনতে পারবেন। যদি ভুল করে ডিলেট করে দেন এতে কোনো সমস্যা নেই। আবার ফিরেই আনতে পারবেন আপনার টেলিগ্রাম একাউন্ট।
How to delete telegram account:
1. প্রথমে আপনার স্মার্টফোন থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন। এবং ভিসিট করুন এই লিংকটি my.telegram.org সাইটে ভিজিট করুন।
2. সাইটটি সফল ভাবে লোড হওয়ার পর আপনার এরিয়া কোড সহ আপনি যে নাম্বার দিয়ে একাউন্ট খুলছেন সেই নাম্বার দিবেন। দিয়ে নেক্সট করবেন।
3. আপনার নাম্বার সঠিক ভাবে দিলে আপনার নাম্বারে একটি বেরীফিসেশন কোড আসবে। আপনার মোবাইলে টেলিগ্রাম একাউন্ট লগইন করা থাকলে টেলিগ্রামে কোড চলে আসবে।
4. কোডটি কপি করে এনে এই সাইটে দিবেন। দিয়ে কনফার্ম করবেন। সব ঠিক থাকলে নতুন পেজ ওপেন হবে।
5. নতুন পেজ ওপেন হওয়ার পর একটু নিচের দিকে আসবেন। দেখতে পাবেন "your telegram core" । এর নিচে দেখতে পাবেন তিনটি অপশন। সেখানে একটি আছে 2 নাম্বারে " Delet account" ।
6. ডিলেট একাউন্ট ক্লিক করবেন। এরপর আপনাকে একাউন্ট ডিলিট করার জন্য কনফার্ম করতে বলবে। কনফার্ম করে দিলেই একাউন্ট ডিলিট হয়ে যাবে।
- টেলিগ্রাম ডিলেট করা একাউন্ট কিভাবে ফিরিয়ে আনা যায়? জানতে ক্লিক করুন!
তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আশা করি পোস্টটি বুঝতে পেরেছেন এবং টেলিগ্রাম একাউন্ট ডিলেট করার নিয়ম জানতে পেরেছেন। এখনো যদি না জেনে থাকেন তাহলে আবার ওপর থেকে পড়ুন। মনোযোগ দিয়ে পড়লে বুঝতে পারবেন। ধন্যবাদ!
Good