What is Temp Email - টেম্প মেইল কি?

আসসালমুআলাইকুম! কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি জানাবো টেম্পোরারি ইমেইল কি? বা এক কথা কিছু সময়ের জন্য যে ইমেইল কি? আর কাজ কি?

আমরা অনেক টেম্পোরারি মেইল ব্যাবহার করে থাকি। এটা আমাদের অনেক কাজ করতে সাহায্য করে। আমরা অনেক জানি না টেম্পোরারি মেইল কি? সেজন্য গুগলে ইউটিউবে বা অনেক ভাবে জানতে চাই। তো আমি আজকে এই ব্লগ পোস্টের মাধ্যমে আপনদের জানিয়ে দিবো temporary mali ki.

সবাই মনোযোগ দিয়ে এই ব্লগ পোস্টটি সম্পর্নু পরবেন। নয়তো কিছু গুরত্বপূর্ণ তথ্য নাও পেট পারেন।


টেম্প মেইল কি



টেম্প মেইল হচ্ছে একদিনের ইমেইল যেটাই আপনি একবারই পাবেন। এর কোনো পাসওয়ার্ড নেই। আপনি এই একবার নিলে কিছুক্ষন পর এটি আবার কোলে যাবে। এক কথায় বলা যায় one time mail। যা আমরা সাধারণ কিছু কাজে ব্যাবহার করে থাকি।



যে কাজে ব্যাবহার করি

1. ফেসবুক একাউন্ট খুলার জন্য

বলতে খারাপ শোনা গেলেও এটা সত্য যে আমরা অনেকই ফেইসবুকে ফেক আইডি খুলে বেবহার করি। এমন কনেকেই আছেন যারা ছেলে হয়ে মেয়ের ইনফরমেশন দিয়ে ফেক আইডি খুলে নিই। আবার মেয়েরাও একই কাজ করেন, ছেলের ইনফরমেশন দিয়ে ফেক আইডি খুলেন।

তখন আইডি খুলার জন্য আপনি তো আর নিজের নম্বর দিবেন না বা নিজের ইমেইল অ্যাড্রেস দিবেন না  তখন আপনি টেম্প মেইল ব্যাবহার করে সেই ফেক আইডির কোড ভেরিফাই করতে পারেন। এই একই কাজ আনলিমিটেড ফেসবুক একাউন্ট কহুলার জন্যও বেবহার করা হয়। এইটা হলো একটা উদাহরণ।

2. অনেক সাইট আছে যেখানে আপনার একাউন্ট খুলে প্রয়জন। কিন্তু সাইটটি সিকিউর না। সেক্ষেত্রে আপনি টেম্প মেইল বেবহার করতে পারেন।

3. আবার অনেক সময় দেখা যায় কোনো সাইটে একাউন্ট খুলার প্রয়জন হলো। কিন্তু এতটা প্রয়জন না যে আপনার নিজের মেইল দেয় খুলতে হবে। কিছুক্ষণের জন্য একাউন্ট টা প্রয়জন সেক্ষেত্রে আপনি টেম্প মেইল বেবহার করে একটা একাউন্ট খুলতে পারেন।

এতখনে আপনি অবশ্যই বুঝে গেছেন যে টেম্প মাইলের কাজ কি এবং কোথায় বেবহার করা হয়। ওপরের উদাহরণ গুলো ভালো করে পড়ে থাকলে বুঝেছেন।


টেম্প মেইল কোথায় পাবেন 

ওয়েবসাইটের মাধ্যমে

টেম্প মেইল সাধারণত এখন অনেক ওয়েবসাইটের মাধ্যমে সবাই নিয়ে থাকে। আমি কিছু ওয়েবসাইট সাজেশন করবো। চাইলে সেগুলো ব্যাবহার করতে পারেন।(ব্লগ পোস্টের শেষে লিংক দিয়ে দিবো)। সাইটে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে টেম্প মেইল গুলো  নিতে পরবেন কোনো জামেলা ছাড়াই।

অ্যাপ এর  মাধ্যমে

টেম্প মেইল নেওয়ার জন্য অ্যান্ড্রয়েড এর জন্য কিছু অ্যাপ আছে। যে গুলো আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। সেখান থেকে অ্যাপ ইন্সটল করে নিতে পারেন। সেখান থেকে যত ইচ্ছা তো তো মেইল নিতে পারেন। মূলত এই সার্ভিস গুলো ফ্রী। কিছু অ্যাপ বা ওয়েব সাইট আছে যেখানে পেইড অপশন থাকে। সেখান আরো অনেক ফিচার থাকে যা ফ্রী ভার্সনে থাকে না।

অবশ্য পেইড ভার্সন নেওয়ার কোনো প্রয়োজন হয় না। কারণ ফ্রী ভার্সনে অনেক ফিচার থাকে। যারা প্রতিনিয়ত টেম্প মেইল ব্যাবহার করেন তাদের জন্য পেইড ভার্সন ভালো হবে।

যে সাইটে গুলো থেকে নিতা পারেন:


১. Tempmail.org

আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার খুলেন  সেখানে এই url টি লিখুন। সাইট সম্পর্ণ লোড হওয়ার পর একটু অপেক্ষা করবেন। আপনার জন্য একটি টেম্প মেইল তৈরি হবে। সেখান থেকে কপি করে নিবেন। তার পর যেখানে দরকার সেখানে নিয়ে বসিয়ে দিবেন।

যদি ভেরিফিকেশন কোডের প্রয়জন হয় তাহলে আবার এই সাইটটিতে ফিরে যাবেন। একটু নিচের দিকে যাবে দেখবেন মেইল বক্স লোড হচ্ছে। একটু অপেক্ষা করবেন আপনার বেরিফিশন কোড চলে আসবে। সেখান থেকে কোড নিয়ে নিবেন।


আজকের ব্লগ পোস্ট এই পর্যন্তই। আশা করি টেম্প মেইল কে জানতে পেরেছেন। এখনো যদি না জেনে থাকেন তাহলে আবার এই ব্লগ পোস্ট প্রথম থেকে ভালো করে পড়ুন। সবাই ভালো থাকবেন। শেষ পর্য্যন্ত পড়ার জন্য ধন্যবাদ!
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url