How to share screen | স্ক্রীন শেয়ার করার নিয়ম!
আসসালমুআলাইকুম! সবাইকে আমাদের এই ব্লগ পোস্টে স্বাগতম। কেমন আসবেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজেক আমাদের জানার বিষয় হচ্ছে - screen share ki, স্ক্রীন শেয়ার কিভাবে করে।
সবাই মনোযোগ দিয়ে পরবেন। না হলে কিছু গুরত্বপূর্ণ তথ্য বা কিছু নিয়ম মিস করতে পারেন। যা আপনি যখন চেষ্টা করতে যাবেন তখন হয়তো ভুল করবেন। তো সবাই শেষ পর্যন্ত পরবেন। এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক!
স্ক্রীন শেয়ার কি - স্ক্রীন শেয়ারের কাজ কি?
![]() |
| স্ক্রীন শেয়ার করার নিয়ম |
স্ক্রীন শেয়ার হচ্ছে আপনার মোবাইল ফোনের স্ক্রীন শেয়ার করলে অন্য একটি মোবাইল ফোনে বা পিসি (PC) তে সেই স্ক্রীনের অ্যাকসেস বা অনুমতি দিলে সেই মোবাইল ফোন দেখা যাবে। সকল অ্যান্ড্রয়েড ফোনেই স্ক্রীন শেয়ার করা যায়। তবে অ্যান্ড্রয়েড ভার্সন 4.4 থেকে বেশি হতে হবে।
আবার এমনও কিছু ফিচার আছে যে গুলো বেবহার করে স্ক্রীন শেয়ার করলে স্ক্রীনও দেখা যাবে এবং ক্লিক করে যাবে। মানে, আপনি যদি আপনার বন্ধুকে আপনার মোবাইল ফোনের স্ক্রীন শেয়ার করেন আপনার বন্ধু তো আপনার মোবাইলের স্ক্রীন দেখতে পাচ্ছে। এবং আপনি যেমন আপনার মোবাইল টাচ করে চালান, একই ভাবে আপনার বন্ধু আপনার মোবাইল টাচ করে চলতে পারবে অন্য মোবাইল বা আপনার বন্ধু মোবাইল থেকে। আশা করি এইবার বুঝতে পেরেছেন।
স্ক্রীন শেয়ার কিভাবে করবেন - screen share korar niyom
স্ক্রীন শেয়ার করার জন্য আপনাকে অবশ্যই কিছু নিয়ম কানুন মানতে হবে। যা অ্যান্ড্রয়েড থেকে দেওয়া হয়েছে। প্রতমেই বলে নেই যা প্রয়জন হবে বা নিয়ম মানতে হবে স্ক্রীন শেয়ার করার জন্য।
সে গুলো হলো:
1. অ্যান্ড্রয়েড থেকে স্ক্রীন শেয়ার করতে চাইলে অবশ্যই অ্যান্ড্রয়েড ভার্সন 4.4 অথবা 6.0 এর থেকে বেশি হতে হবে।
2. ডাটা সংযোক বা ইন্টারনেট সংযোগ থাকতে হবে। ইন্টারনেট সংযোগ ছাড়া আপনি স্ক্রীন শেয়ার করতে পারবেন না।
3. আপনি যে অ্যাপের মাধ্যমে স্ক্রীন শেয়ার করবেন সেই অ্যাপের নিয়ম নীতি মানতে হবে। হয়তো তারা আপনাকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিবে তাদের প্রাইভেসি পলিসি তে। সম্পুর্ণ পরে নিবেন।
4. যে অ্যাপ বেবহার করবেন স্ক্রীন শেয়ার করার জন্য সেই অ্যাপের সকল পারমিশন বা অনুমতি দিয়ে দিবেন।
আরো কিছু অনুমতি চাইতে পারে। অনুমতি দেওয়ার আগে একবে পড়েন নিবেন তারা কি জন্য এই অনুমতি চাইতেছে। সকল অ্যাপের জন্য আলাদা আলাদা অনুমতি চাইতে পারে।
আমি একটি অ্যাপের নিয়ম বলে দিবো যে সেই অ্যাপ ব্যাবহার করে কিভাবে স্ক্রীন শেয়ার করবেন। এছাড়াও আরো কিছু অ্যাপের নাম বলে দিবো। আপনি চাইলে সে গুলো ব্যাবহার করতে পারেন।
Team Viewer
অ্যাপটি নাম হচ্ছে Team Viewer। এই অ্যাপটি হয়তো অনেকই চিনে থাকবেন। অ্যাপটি খুবই জনপ্রিয়। অ্যাপটি জনপ্রিয় পাই 2019-2020 এর মধ্যে।
আর একটু কিছু দরকারি কথা বলে নিই। ভালো করে পরবেন। আচ্ছা, Team Viewer দিয়ে স্ক্রীন শেয়ার করার জন্য দুটি অ্যাপ লাগে। একটি হচ্ছে Team Viewer অপরটি হচ্ছে Team Viewer Support।
Team Viewer এর কাজ কি?
Team viewer হচ্ছে আপনি যে মোবাইল অন্য মোবাইল থেকে শেরার করা স্ক্রীন দেখতে চান সেই মোবাইল ইন্সটল করতে হবে। Team Viewer এর মাধ্যমে শুধু শেয়ার করা স্ক্রীন দেখা যাবে। কিন্তু স্ক্রীন শেয়ার করা যাবে না।
Team Viewer Support এর কাজ কি?
আপনি যে মোবাইল ফোন থেকে স্ক্রীন শেয়ার করতে চান সেই মোবাইল ইন্সটল করতে হবে। এই অ্যাপ ব্যবহার করে শেয়ার করা স্ক্রীন দেখা যাবে না।
এবার হয়তো বুঝতে পেরেছেন কোন অ্যাপ কোন মোবাইল ফোনে ইন্সটল করতে হবে।
এই অ্যাপের মাধ্যমে কিভাবে স্ক্রীন শেয়ার করবেন:
1. প্রথমে গুগল প্লে স্টোরে যাবেন। সার্চ বারে লিখবেন Team viewer। অ্যাপটি ইন্সটল করে নিবেন আপনার ফোনে।
2. অ্যাপটি ওপেন করবেন। কিছু অপশন আসেন স্কিপ করে দিবেন। এর পর মেন ইন্টার ফেস চলে আসবে।
3. মেন ইন্টার ফেস আসার পর দেখতে পাবেন একটি খালি বক্স আছে। সেখান আপনার team viewer support থেকে পাওয়া কোড টি লিখতে হবে।
4. কোড লিখে এন্টার করে দিলেই আপনি যার মোবাইলের কোড দিয়েছেন তার ফোনে অনুমতির জন্য একটি এসএমএস যাবে। সে কনফার্ম করলেই হয়ে যাবে।
একটা কথা মনে রাখবেন, আপনাদের দুই জনেরই মোবাইল অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে। না হলে স্ক্রীন শেয়ার হবে না।
Team Viewer Support থেকে কিভাবে কোড নিবেন?
1. প্রথমে Team Viewer Support অ্যাপটি ওপেন করবেন।
2. কিছু অপশন আসবে, স্কিপ করে দিবেন
3. মেন অ্যাপ আসার পর, একটু লোড নিবে এবং একটু পর দেখতে পাবেন আপনার জন্য একটি কোড চলে আসেছে। অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে। সেই কোড Team Viewer অ্যাপ এ গিয়ে সাবমিট করতে হবে।
শেষ কথা!
তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আশা করি পোস্টটি বুঝতে পেরেছেন এবং স্ক্রীন শেয়ার কিভাবে করতে হয় তা জানতে পেরেছেন। এখনো যদি না জেনে থাকেন তাহলে আবার ওপর থেকে পড়ুন। মনোযোগ দিয়ে পড়লে বুঝতে পারবেন। ধন্যবাদ!
